আলোকিত গজারিয়া একটি অনলাইন নিউজ পোর্টাল যা গজারিয়া থেকে শুরু করে সারাদেশের খবর পাঠকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। আমরা স্থানীয় মানুষের সমস্যা, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও সামাজিক বিষয়গুলোকে গুরুত্ব সহকারে তুলে ধরি। পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রের গুরুত্বপূর্ণ খবরও পাঠকের সামনে নিয়ে আসি।
আমাদের মূল উদ্দেশ্য হলো পাঠকদের কাছে নির্ভরযোগ্য ও নিরপেক্ষ সংবাদ পৌঁছে দেওয়া। আমরা বিশ্বাস করি সাংবাদিকতার শক্তি সত্য ও বাস্তবতায়, তাই অতিরঞ্জন নয়—তথ্য ও বিশ্লেষণকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করি।
আলোকিত গজারিয়া হলো M/s. SATUMM Trade and Technologies-এর একটি মিডিয়া সেকশন। মূল প্রতিষ্ঠানটি তথ্যপ্রযুক্তি, আমদানি-রপ্তানি এবং কনট্রাক্টিং খাতে কাজ করছে। এর অংশ হিসেবে এই নিউজ পোর্টালটি সংবাদ পরিবেশনের দায়িত্ব পালন করছে, যাতে স্থানীয় ও জাতীয় পর্যায়ের পাঠকরা সঠিক তথ্য পান।
আমরা চাই পাঠকরা যেন একটি নির্ভরযোগ্য উৎস থেকে সংবাদ পান এবং গঠনমূলক আলোচনায় অংশ নিতে পারেন। আলোকিত গজারিয়া সেই দায়িত্ববোধ থেকেই কাজ করছে এবং আগামী দিনে আরও বিস্তৃতভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে।
✨ আলোকিত গজারিয়া – আলোকিত বাংলাদেশ।
আপনাদের পাঠ, আস্থা ও সহযোগিতাই আমাদের শক্তি।